জামালপুরে নব যোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ, জনাব এহসানুল হক মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ। গত ৩১ জানুয়ারি মঙ্গলবার জেলা অতিরিক্ত দায়রা জজের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।