খাদেমুল ইসলাম :জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর হাতে এক সন্তানের জননী স্ত্রী আকলিমা খাতুন (২২) খুন হয়েছে। এ নৃশংস ঘটনা ঘটেছে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে। নিহত আকলিমা দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তার বাবার নাম মুল্লুক মিয়া। আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের কৃষক আলী হোসেনের কন্যা। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর নয়াদিগন্তকে জানান, স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিনগত রাতের কোন এক সময় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে নিহত আকলিমার লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসে এ রিপোর্ট লেখার সময় জামালপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। নিহত আকলিমার মামা আয়জল হক, চাচাত ভাই শামীম ও আছিয়া বেগম জানান, হেলাল উদ্দিনের সাথে আকলিমার বিয়ে হয় ৭ বছর আগে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে প্রায়ই মারধর করত ও জ¦ালা যন্ত্রনা করতো। এ ব্যাপারে বেশ কয়েকবার উভয় পক্ষের মধ্যে শালিস দরবার হয়েছে। তাতেও কাজ হয়নি। হেলাল মাদকাসক্ত বলেও তারা জানান। এ সব কারনে মা-বাবা আকলিমাকে স্বামীর বাড়ীতে যাওয়া বন্ধ করে দেয়। ১১ দিন আগে হেলাল ও তার লোকজন বলে কয়ে আকলিমাকে বাড়ীতে নিয়ে আসে। বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ লেখার সময় মামলার প্রস্তুতি চলছে।