Sunday, May 28, 2023
Homeজামালপুরজামালপুরে স্বপদে ফিরেছেন কাউন্সিলর লিপি 

জামালপুরে স্বপদে ফিরেছেন কাউন্সিলর লিপি 

জামালপুর পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাময়িক বহিষ্কার হওয়া কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে স্বপদে পুনর্বহালের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। 

গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের আদেশ দেওয়া হয়। এরপর তিনি বুধবার (৪ জানুয়ারি) সকালে পৌরসভা গিয়ে অফিসিয়াল কাজকর্ম শুরু করেছেন।

এর আগে তিনি বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন। রিট পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাঁর ওই বহিষ্কারাদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন।

জানা গেছে, জামালপুর শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটে সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপির স্বামী জিলহজ আলী নাদু শেখের সঙ্গে অন্যের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১(১) ধারায় স্বপ্না আক্তার লিপিকে তাঁর কাউন্সিলর পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন। একই দিন কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বহিষ্কারাদেশ আগামি ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত। একই সঙ্গে আদালত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বহিষ্কারের আদেশ আইনসম্মত না হওয়ায় স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে কারণ দর্শানোর রুল জারি করেন।

২৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জামালপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (সাময়িক বরখাস্তকৃত) জনাব স্বপ্না আক্তার লিপি স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং দাখিলকৃত উক্ত জবার সন্তোষজনক মর্মে সরকার মনে করে; সেহেতু, তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার গর্ত ১৯/০৯/২০২২ খ্রি. তারিখের ১২৪০ নং প্রজ্ঞাপন প্রত্যাহার করা হল এবং তাকে স্বপদে পুনর্বহাল করা হল।’

এ প্রসঙ্গে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি জানান, হাইকোর্টে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ স্থানীয় সরকার বিভাগের দেওয়া সাময়িক বহিষ্কারের বিষয়টি আইনসম্মত হয়নি বলে মতামত দিয়ে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার ঘোষণা করেছেন। পরে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে আমাকে স্বপদে পুনর্বহালের আদেশ দিয়েছেন। আজ (৪ জানুয়ারি) থেকে আমি যথারীতি পৌরসভার এসে কাজে যোগ দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments