Thursday, July 25, 2024
Homeজামালপুরজামালপুরে স্বরকলার এক দশক পূর্তিতে কবি মিলনমেলা

জামালপুরে স্বরকলার এক দশক পূর্তিতে কবি মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে স্বরকলার এক দশক পূর্তিতে কবি, কাব্যপ্রেমি, আবৃত্তি শিল্পীদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১৮ মেস্বরকলা জামালপুর এর আয়োজনে মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
স্বরকলা জামালপুরের সাধারণ সম্পাদক জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় ও শেখ ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জাওয়াদুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোহন তালুকদার, জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর এর ট্রাস্টি হিল্লোল সরকার। অনুষ্ঠানে জামালপুর জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক কাব্য প্রেমী আবৃত্তি শিল্পীরা জড়ো হোন। একে অন্যের সাথে ভাব বিনিময়ের পাশাপাশি চলে কবিতা আবৃত্তি, আড্ডা, গান। অনুষ্ঠানে জেলার তিনজন গুনি ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এরমধ্যে বিশিষ্ট কবি ও ছড়াকার আশরাফুল মান্নান, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক আসাদুল্লাহ ফারাজী, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব জাহাঙ্গীর সেলিম।

Most Popular

Recent Comments