Monday, December 5, 2022
Homeজামালপুরজামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল

জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক:

বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মার্চের প্রথম দিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয় জাতীয় পতাকা মিছিল। এতে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতিক। সোমবার বেলা ৩টায় জামালপুরের ঐতিহাসিক মুক্তিসংগ্রাম যাদুঘর প্রাঙ্গন থেকে জাতীয় পতাকা মিছিল বের হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, মানবাধিকার সংষ্কৃতি ফাউন্ডেশন এবং উন্নয়ন সংঘ যৌথভাবে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করে। সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে অন্যান্যের মাঝে অংশ নেন প্রবীন রাজনীতিক সুকুমার চৌধুরী, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি ও পরিচালক উৎপল কান্তি ধর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর সংসদের ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির, প্রবীন রাজনীতিক আব্দুল মান্নান ভাষানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. জাহিদ হোসেন রবি, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, আলী জহির, সাযযাদ আনসারী, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সদস্য গোপাল দে, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবাল, সমন্বয়কারী নাজমুল হাছান, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব সাব্বির হোসেন রিয়াদ, সদস্য আরজু আহম্মেদ প্রমুখ।
মিছিলের পুর্বে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতিক এর হাতে জাতীয় পতাকা তুলে দেন সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। মিছিলে উদীচী শিল্পী গোষ্ঠী, নাট্যনীড়, মুক্তি সংগ্রাম যাদুঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মহান স্বাধীনতার ৫০ বছর পূতিতে মাসব্যপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে ১মার্চ পতাকা মিছিল থেকে স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংহতকরণ, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, নারী, শিশু, সংখ্যালগু জনগোষ্ঠীর ওপর সকল ধরণের নিপীড়ন প্রতিরোধসহ শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments