এম.এফ. মাকাম : জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ আবুল কালাম আজাদ এর স্ত্রী শহরের দেওয়ানপাড়া এলাকার মোঃ মতিউর রহমান বাবুল এর কন্যা মোহাম্মদ মাহফুজা খাতুন মাফুজাকে তার নিজ স্বামীর ঘর সংসার করার জন্য, এবং অবৈধ কোন ব্যবসা-বাণিজ্যের সাথে যাতে মাহফুজা জড়িত না হয় সেজন্য আইনগত নোটিশ পাঠানো হয়েছে। গত ২৬ ফেব্র“য়ারি ২০২৩ তারিখে আইনগত নোটিসে আবুল কালাম আজাদ উল্লেখ করেন বিগত একমাস আগে তার বাপের বাড়ি নাইয়র এসে সে আর তার স্বামীর বাড়িতে ফিরে যাইনি। এমতাবস্থায় আবুল কালাম আজাদের প্রথম পক্ষের দুটি নাবালক শিশুর লালন পালনে অসুবিধা হচ্ছে। এছাড়া মাফুজা ঘর-সংসার না করার কারণে আবুল কালাম আজাদ আর্থিক ও মানসিকভাবে বিশেষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে স্বামীর ঘর করতে মাহফুজাকে আইনি নোটিশ দিয়েছে আবুল কালাম আজাদ। এছাড়া আবুল কালাম আজাদ উল্লেখ করে যে, মাহফুজা খাতুন মাহফুজা তার স্ত্রী তার সাথে যদি ঘর সংসার না করে বাপের বাড়িতে মাদকসহ অবৈধ কোন ব্যবসার সাথে জড়িত থাকে সে বিষয়ে তার স্বামী আবুল কালাম আজাদ জড়িত থাকবে না বলে ঘোষনা প্রদান করেছে।