Thursday, July 25, 2024
Homeজামালপুরজামালপুরে স্বাস্থ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকারের যৌথ অভিযানে সদরের ৩টি বেসরকারি...

জামালপুরে স্বাস্থ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকারের যৌথ অভিযানে সদরের ৩টি বেসরকারি ক্লিনিকে ১লাখ ১০হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে স্বাস্থ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকারের যৌথ অভিযানে সদরের ৩টি বেসরকারি ক্লিনিকে ১লাখ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসংগতি থাকায় একটি অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল রোববার ৩ মার্চ দুপুরে জামালপুর সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে বেসরকারি তিনটি হাসপাতাল পরিচালনার সময় বিভিন্ন অসংগতি থাকার কারণে অর্থ জরিমানা করা হয়। এদের মধ্যে ইউরোপা ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ,জরুরি বিভাগে ডাস্টার ও চিকিৎসক না থাকায় এবং অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অসংগতি থাকায় ২০ হাজার নান্দিনা লিখন মেডিকেল হেলথ কমপ্লেক্স ২০ হাজার, নান্দিনার জেনারের হাসপাতালে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় যৌথ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জামালপুর র‌্যাবের ১৪ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

Most Popular

Recent Comments