ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে জামালপুর শহরের স্টেশন রোড মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও ওলামা দলসহ অন্যন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
জানাজা শহীদ আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা ও তার মৃত্যুর ঘটনায় পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।