নিজস্ব সংবাদদাতা: দেশব্যাপী বিএনপি জামাতের নাশকতারমূলক কর্মকাণ্ডের অপচেষ্টা ও অশুভ অপতৎপরতা সন্ত্রাস, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা প্রতিরোধে এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গত ১৭জানুয়ারি বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ সেলিম, মিজানুর রহমান সুজন, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা সরদার, আনোয়ারুল হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাগর, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান মিলন, উপ-প্রচার সম্পাদক ইমরান সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান হোসেন সাগর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সদস্য ফারুক হোসেন, মো. স্বাধীন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা পূর্বশাখার আহবায়ক জিয়াউর রহমান বক্তব্য রাখেন। বক্তারা দেশব্যাপী বিএনপি জামাতের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা ও অশুভ অপতৎপরতা সন্ত্রাস, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা প্রতিরোধে কাজ করা সহ সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিশেষ বর্ধিত সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।