জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়ের জাংগালীয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাবুদ্দিন (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-মাদারগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন উপজেলার জাংগালীয়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রায়ের জাংগালীয়া কালুর মোড়ের পাশে রাস্তাদিয়ে বাজারে যাচ্ছিলেন শাহাবুদ্দিন। এ সময় বালিজুড়ীগামী (ঢাকা মেট্রো ট২০-৭২০৫) একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।