বুধবার (১৮ মে) দুপুরে পৌর শহরের চিকাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল মিয়া উপজেলার চিকাজানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চিকাজানি ইউনিয়নের চরমাগুরী গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় ট্রাকচালক দুলাল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুপুরে একটি ট্রাক দেওয়ানগঞ্জ থেকে ঝালুর চর যাচ্ছিল। অপরদিকে ছাত্রলীগ নেতা বাবুল মিয়া মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জ আসার সময় চিকাজানি এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথেই তার মৃত্যু হয়।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।