Friday, March 31, 2023
Homeজামালপুরজামালপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো যুবকের প্রাণ

জামালপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো যুবকের প্রাণ

জামালপুর জেলার মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া রাকিব (১৮) নামে তার এক ভাতিজা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামের সামজাহা আলীর ছেলে।

আহত রাকিব একই এলাকার মজনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইয়াকুব আলী ভাতিজা রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে স্থানীয় মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোসলেমাবাদ জামে মসজিদে সংলগ্ন এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবু রায়হান ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments