এম.এ.রফিক :
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গড়ে উঠছে হতদরিদ্রদের জন্য বিশেষ বাসস্থান। প্রধানমন্ত্রীর এই বিশেষ প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম। তাদের সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান। এরই মধ্যে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, শরিফপুর, শাহবাজপুর, রানাগাছা, নরুন্দি, শ্রীপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে গড়ে উঠেছে এই প্রকল্পের ঘরগুলো। যার সুবিধা ভোগ করবে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৪শত হতদরিদ্র সাধারণ মানুষ। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন বলেন, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ টেকসই মজবুত একটি ঘর দেওয়া। এ জন্যই আমাদের এ ছুটে চলা। বিভিন্ন ইউনিয়নে যে সকল সরকারী খাস জমি রয়েছে সেগুলো উদ্ধার করে সেখানে গড়ে তোলা হচ্ছে এই প্রকল্পের ঘর। এই ঘর মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ পাচ্ছেন প্রতিটি ইউনিয়নের ভূমিহীন, গৃহহীন মানুষ। এই ঘর পেতে কেউ যদি হয়রানীর শিকার হন অথবা অনৈতিক কোন আর্থিক সুবিধা কেউ নিতে চায় তাহলে উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসকের নিকট তথ্য প্রমান সহ অভিযোগ দাখিল করতে পারবেন। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।