স্টাফ রিপোর্টার:
জামালপুরে করোনা রোগীদের সহায়তায় জেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে হাইফ্লো নাসাল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি।
শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানির মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসক মুর্শেদা জামান ২টি হাইফ্লো নাসাল ক্যানোলা ও ৫০টি অক্সিজেন সিলিন্ডার সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাসের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, বিসিপিসিএল কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা করোনাকালীন রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেতে সবচেয়ে জরুরী অক্সিজেন। করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ অক্সিজেনের ঘারতি পূরনে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।