Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুরে হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরণ ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা : “একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন “আজকের কোমলপ্রাণ শিশুরাই আগামীর কর্ণধার’ এসব শ্লোগান সামনে রেখে ব্যতিক্রম ধারায় জামালপুর পৌরসভাধীন ১২ নং হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বরণ এবং কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।
আনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জহুরুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোঃ আবুল কালাম আজাদ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর হেড অফ একাউন্টস এন্ড এডমিন জনাব কহিনুর আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআই রাসেল। অনুষ্ঠানে বগাবাইদ ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিফ আখতার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল হলরুম। প্রাক প্রাথমিক শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পদক প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার হিসেবে বই তুলে দেয়া হয়। এছাড়াও ২০২২ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকারী শিক্ষক ফারজানা ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিনিধি। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments