Friday, April 26, 2024
Homeজামালপুরজামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : ১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ১০ ডিসেম্বর সকালে শহরের বকুলতলা চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments