জামালপুর: চেহারায় রাজকীয় ভাব। লম্বায় ৯ ফুট ও উচ্চতায় ৬ ফুট । ওজন ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ)। আদর করে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘রাজা বাবু’।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের টাবুরচর গ্রামের কৃষক লাল মিয়া রাজা বাবুকে প্রস্তুত করেছেন কোরবানির জন্য। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে রাজা বাবুর লালন পালন করা হয়েছে রাজকীয়ভাবে। ৪ বছর বয়সী শান্ত স্বভাবের রাজা বাবুর খাদ্য তালিকায় থাকে ফল, গম, ভূষি, কাচা ছোলা, কাচা বাদাম ও দানাদার খাবার।
কৃষক লাল মিয়া বলেন, রাজা বাবুরে আমি আমার সন্তানের মতো আদর দিয়ে লালন পালন করছি। খুব শখ কইরা গরুডা বড় করছি। ভালো খাবার খাওয়াইছি। রাজা বাবুর ঘরে ফ্যানও লাগাইছি।
তিনি আরও বলেন, রাজা বাবুর স্বভাব অনেকটাই রাজাদের মতো। সারাদিন খায় আর ঘুমায়। তাই এর নাম রাখছি রাজা বাবু। আর দাম চাইতাছি ২০ লাখ টাকা।
স্থানীয়রা জানায়, এতো বড় ষাঁড় জামালপুরে আর না থাকায় প্রতিদিন রাজা বাবুকে দেখতে ভিড় করছে উৎসুক জনতা। এ ছাড়াও ব্যবসায়ীরা দরদাম করছেন ষাঁড়টি কিনতে। তবে চাহিদা মতো দাম না পাওয়ায় এখন পর্যন্ত ষাঁড়টি বিক্রি করতে পারেননি খামারি।