জামালপুরে ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

জামালপুর: জামালপুর সদর উপজেলায় অবৈধ চার ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর, গোবিন্দ পুর ও ছোনটিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মনসুর।  

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  

অভিযানকালে জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।  

এছাড়া ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপস্থিত ছিলেন।