নিজস্ব সংবাদদাতা : ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১টায় অফিসের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুম বাবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম ও নতুন ভোটার হতে এসে অনুভূতি ব্যাক্ত করেন কানাডা প্রবাসী কাজী রোমানা পারভীন প্রমুখ।
বক্তারা ভোটারদের নানা সুবিধা অসুবিধা, এনআইডি কার্ড পেতে করণীয় শীর্ষক বিষয়ে আলোকপাত সহ সকলকেই সঠিক তথ্য দিয়ে নতুন ভোটার হওয়ার পরামর্শ দেন বক্তারা।