জামালপুরে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সনদ গ্রহণ

এম.এ রফিক : জামালপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান এর পুরস্কার গতকাল বিতরণ করা হয়। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইক্লিং প্রতিযোগিতায় মোঃ সুলতান ইসলাম (১ম), মারিয়াম আকন্দ (২য়) হয়ে পুরস্কারপ্রাপ্ত হন। তাদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী। সনদ প্রদান করেন জেলা প্রশাসক বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মোঃ শফিউর রহমান এবং জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক হালিমা খাতুন। এ বিষয়ে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী বলেন আশা করি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে আরো ভালো করবে। তাদেরকে নিয়ে এখন আমরা ময়মনসিংহ শহরে বিভাগীয় খেলায় অংশগ্রহণ করবো। আশা করি সেখানেও আমাদের শিক্ষার্থীরা পুরস্কার পাবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা আরো বৃদ্ধি করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে। তারা যেন আগামীতে আরো ভালো করতে পারে সেই চেষ্টাই আমরা করবো।