Friday, February 3, 2023
Homeজামালপুরজামালপুরে ৬ষ্ঠ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

জামালপুরে ৬ষ্ঠ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: জামালপুরে ৬ষ্ঠ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার (১৯ জানুয়ারী) জেলা পর্যা‌য়ে জামালপুর  জেলা স্কুল মা‌ঠে এর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর উ‌দ্ধো‌ধনের মাধ্যমে ষষ্ঠ বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়।

জামালপুর জেলা প্রশাসনের আ‌য়োজ‌নে এসময় আ‌রো উপ‌স্থি‌ত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোক্তার হোসেন, জেলার অন্তর্গত সকল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও)সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

জেলার অন্তগর্ত সকল উপ‌জেলা এ ক্রীড়া প্রতি‌যো‌গিতায় অংশ গ্রহণ ক‌রে। হাইজাম্প, লংজাম্প, দৌড়, গোলক নি‌ক্ষেপ, মোরগ লড়াই প্রভৃ‌তি ই‌ভে‌ন্টে প্রতি‌যো‌গিতায় বালক-বা‌লিকাদের অংশগ্রহ‌ণে অনু‌ষ্ঠিত হয়।

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর কোঅপা‌রে‌টিভ উচ্চ বিদ‌্যাল‌য়ের  ৯ম শ্রেণির মেধাবী শিক্ষাথী আজমিন ২০০ মি: দৌড় এবং রিলে দৌড় প্রতি‌যো‌গিতায় এ দু‌টি ই‌ভে‌ন্টে ১ম স্থান অ‌ধিকার ক‌রে, একই প্রতিষ্ঠা‌নের ক্রীড়া শিক্ষক মোঃ শি‌শিরুল ইসলাম ‌গোলক নি‌ক্ষে‌পে ২য় স্থান এবং প্রাইমারী স্ত‌রে মোরগ লড়াই প্রতি‌যো‌গিতায়  মোস্তাক হোসাইন হি‌মেল ১ম স্থান অ‌ধিকার ক‌রে। 

বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা  বি‌ভিন্ন ই‌ভে‌ন্টে ১ম, ২য় হওয়াসহ উপ‌জেলার সকল প্রতি‌যো‌গিকে অভিনন্দন ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments