Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুরে ৬ বছরেও গ্রেফতার হয়নি গাছ কাটা মামলার দুই আসামি

জামালপুরে ৬ বছরেও গ্রেফতার হয়নি গাছ কাটা মামলার দুই আসামি

স্টাফ রিপোর্টার : ৬ বছরেও গ্রেফতার হয়নি বা আদালতে আত্মসমর্পণ করেনি গাছ কাটা মামলার দুই আসামি, স্বামী স্ত্রী কামাল হোসেন ও ফাতেমা ইয়াসমিন। এতদিন যাবত তারা আত্মগোপন করে আছেন। তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাদের খোঁজে বের করতে পারেনি। এলাকাবাসী বলছেন, তারা তাদের কোনো আত্মীয়র বাড়ি অথবা ঢাকার কোনো কর্মস্থলে আত্মগোপন করে আছেন। জানাযায়, গত ১/২/২০১৭ ইং তারিখে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের আনোয়ার হোসেন পিতা জয়েন উদ্দিন সরকার তার বন্ধককৃত জমি থেকে ১৬টি মূল্যবান গাছ (যার আনুমানিক মূল্য ৮৩ হাজার টাকা ) জোর পূর্বক কেটে নেওয়ায় অভিযোগ এনে একই গ্রামের ১.মোঃ কামাল হোসেন (৫৫), ২. মোঃ আওয়াল হোসেন (৪৮), উভয় পিতা মৃত আবুল কাশেম আলী ৩. ফাতেমা ইয়াসমিন (৪৫), স্বামী কামাল হোসেন, ৪.মোঃ হায়দর আলী( ৫৫) পিতা মৃত আব্দুল গফুর, স্বর্বসাং লাহিড়ীকান্দা, জামালপুর সদর, জামালপুরের নামে ১৩৮ ধারায় জামালপুর সি আর আমলি আদালতে মামলা করেন। সি আর মামলা নং- ৯২(১)২০১৭। সেই মামলার দুইজন আসামি মোঃ আওয়াল হোসেন ও মোঃ হায়দার আলী আদালতে আত্মসমর্পণ করে জামিনে থাকলেও বাকী দুইজন ১ ও ৩নং আসামি কামাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা ইয়াসমিন গত ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেনি। মামলার কয়েক মাসের মাথায় তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ এখন তাদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। মামলাটি বর্তমানে জুডিশিয়াল মেজিস্ট্রেট মামুন হাসান খান এর আমলি আদালতে বিচারাধীন রয়েছে। পলাতক আসামীদের ধরে দ্রুত আদালতে সৌপর্দ করার দাবি জানিয়েছেন বাদী পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments