নিজস্ব সংবাদদাতা:
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৫ তলা ভীত বিশিষ্ট মহিলা ডরমেটরির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি আজ দুপুরে মহিলা ডরমেটরির নির্মাণ কাজের উদ্বোধন এবং ভিত্তি ফলক উন্মোচন করেন। এসময় উপস্হিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, যুগ্ন-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন ও শিক্ষা অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী নাসিমুল আলম সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কলেজের শিক্ষাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ ভবনের মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা।