Thursday, June 8, 2023
Homeজামালপুরজামালপুর এপির প্রেরণায় ভিডিসি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জামালপুর এপির প্রেরণায় ভিডিসি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা: শীতার্থ মানুষের কষ্ট নিরসনে কমিউনিটির অনুদানে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে পরিচালিত জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তা ও প্রেরণায় সদর উপজেলার লক্ষিরচরে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। গত বৃহস্পতিবার চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকাবাসীর অনুদানে গঠিত তহবিলের টাকায় শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়। ভিডিসির মাধ্যমে নির্বাচিত এলাকার বৃদ্ধ, প্রতিবন্ধী, দূগ্ধদানকারী ও গর্ভবতী মা এবং কিশোর, কিশোরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন, সিডিও সমীর কুমার পান্ডে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দুখু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিডিসির সদস্য সামিদুল ইসলাম। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন প্রতিটি এলাকায় এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হলে একটা মানুষও শীতে কষ্ট করতো না। তিনি ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের কর্তৃপক্ষ ও চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। ওয়ার্ল্ড ভিশনের সেবাস্টিয়ান পিউরিফিকেশন এলাকাবাসী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের অনুদানে দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি, বেসরকারি উদ্যোগের পাশাপাশি এলাকার মানুষও ইচ্ছে করলে জনকল্যাণে অবদান রাখতে পারে। আজকের শীতবস্ত্র বিতরণ তার জলন্ত উদাহরণ। শীতবস্ত্র প্রাপ্ত একাধীক শীতার্থ মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন এর আগে এমুন সুন্দর ও মোটা কম্বল আমরা পাই নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments