জামালপুরে বজ্রাপুর এলাকার জুলেখা (৩৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। ঘটনা স্থলে জানা যায় তিনি মাজেদুল ইসলাম (মামুন) এর স্ত্রী।
শুক্রবার (১৫ জুলাই) সময় আনুমানিক সকাল ৬.৩০ ঘটিকায় তার ছেলে মেয়ের চিৎকার এর শব্দে মানুষ জন ঘটনা স্থলে গিয়ে দেখেন রান্না ঘড়ের ভিতর গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আছে। এলাকা বাসি জামালপুর সদর থানা মোবাইল করলে পুলিশ এসে আলামত সহ মরদেহ উদ্ধার করে।
নিহতর বড় মেয়ে ফারিয়া (১৭) জানায়, আমার বাবা মার মাঝে রাতে ঝগড়া হয়, সকালে ঘুম থেকে উঠে দেখি, মা রান্নার ঘড়ে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আছে।
জামালপুর থানার তদন্ত কারি পুলিশ স্বপন মিয়া বলেন এ বিষয়ে জামালপুর থানায় একটি ডায়রি হয়েছে, ঘটনাটি সন্দেহ জনক, আমরা এ ব্যাপারে তদন্ত করছি। মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।