Thursday, June 8, 2023
Homeজামালপুরহামদর্দ ইসলামপুর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

হামদর্দ ইসলামপুর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে হামদর্দ ইসলামপুর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও সুধী সমাবেশ এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ আয়োজনে সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি। হামদর্দ বাংলাদেশের বিপণন পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক,উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, ডাঃএএএম আবু তাহেরসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তব্যরা বলেন, হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ একটি ওয়াকফ প্রতিষ্ঠান। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আয়কৃত অর্থ মানুষের কল্যাণে ব্যায় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments