Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুর জেলায় ব্র্যাকের চলমান কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুর জেলায় ব্র্যাকের চলমান কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: গত ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে জামালপুর জেলায় ব্র্যাকের চলমান কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রাবস্তী রায়, জেলা প্রশাসক, জামালপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মো. মাসুদ আনোয়ার ও সিভিল সার্জন, ডা. প্রণয় কান্তি দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জাকিয়া সুলতানা, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, তাহসিনা নাজনীন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাজু আহমেদ, উপ-পরিচালক, মহিলা বিষযক অধিদপ্তর, নাসরীন সুলতানা, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালালউদ্দিন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, আলমগীর হোসেন, সহকারি পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি, একরামুন নাহার সহ জেলা পর্যায়ের আরও কর্মকর্তাবৃন্দ। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচি উপস্থাপন করেন ব্র্যাক জেলা সমন্বয়ক , মো. মুনীর হুসাইন খান। জেলা প্রশাসক বলেন, ” ব্র্যাকের সকল কর্মসূচি অত্যন্ত সফল তা আমরা জানি, আজকে আমরা আরও বিস্তারিত জানতে পারলাম। জেলা ও উপজেলা প্রশাসনের এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে সকল কাজ বাস্তবায়ন করতে হবে, প্রশাসনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এরপরও কোন ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি ঝড়ে পরা শিশুদের বিদ্যালয়মুখি করতে ব্র্যাককে কাজ করার আহ্বান জানান এবং ব্র্যাকের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।” সকল অতিথিবৃন্দ ব্র্যাকের কর্মসূচি বিস্তারিত জানতে পেরে প্রশংসা করেন এবং তাদের স্ব-স্ব বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা পর্যায়ের সকল কর্মসূচির প্রধানগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments