Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি, চিকিৎসা সরঞ্জাম ও সেলাই মেশিন বিতরণ

জামালপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি, চিকিৎসা সরঞ্জাম ও সেলাই মেশিন বিতরণ

তানভীর আহমেদ হীরা : “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে কৃতি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত সোমবার ২০ মার্চ বিকালে জামালপুর জেলা পরিষদ আয়োজিত শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ,পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জামালপুর জেলার ৫০৫ জন মেধাবী শিক্ষার্থীদের ৪ হাজার টাকা, ১২ জন দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সেলাই মেশিন ও জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কে ২০লাখ টাকার সমমানের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
অতিথিরা বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্ব দরবারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবর্ষে যে সহযোগিতা দেওয়া হচ্ছে তা যেন প্রতিটি জায়গা থেকে অব্যাহত থাকে, তাহলেই আমরা সত্যকারের সুখসমৃদ্ধি ও টেকসই বাংলাদেশ গঠনে এগিয়ে থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments