Sunday, May 28, 2023
Homeজামালপুরজামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন এম এ জলিল সভাপতি, মুকুল রানা সাধারণ সম্পাদক...

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন এম এ জলিল সভাপতি, মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা: জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিকালে সাধারণ সভা শেষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল। ২০২৩ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার), জাহিদুর রহমান উজ্জল (দৈনিক ইত্তেফাক, ৭১ টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি,দৈনিক অধিকার) ফাতিউল ইসলাম বাবু (যায়যায়দিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ/সিটিনিউজ ঢাকা), দপ্তর সম্পাদক শামীম আলম (মাইটিভি, বাংলাদেশের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম. রাশেদ মাহমুদ (দৈনিক সবুজ দেশ)। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এড. ইউসুফ আলী (যায়যায়দিন), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে) ফজলে এলাহী মাকাম (এস এ টিভি,বাংলাদেশ বেতার) শুভ্র মেহেদী (বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ) শোয়েব হোসেন (যমুনা টিভি) তারেক মাহমুদ (কালের কন্ঠ, বাংলা টিভি)। এছাড়াও নির্বাচনে ২০২৪ সালের জন্য দৈনিক যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি এড. ইউসুফ আলী সভাপতি ও যমুনা টিভির স্টাফ রির্পোটার শোয়েব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments