দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং মহিলা যুবলীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করার অভিযোগে জামালপুরের মহিলা যুবলীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামালপুর আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা মহিলা যুবলীগের সভাপতি ফারহানা সোমাকে অব্যাহতি প্রদান করার জন্য কেন্দ্রীয় মহিলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর পত্র প্রেরণ করা হয়। এ সিদ্ধান্তের পর জেলা মহিলা যুবলীগের সম্পাদক পদে থাকা শারমিন আক্তার জেলা আওয়ামী লীগ কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখে না বলে মন্তব্য করেন, যা সম্পূর্ণরূপে শৃঙ্খলা পরিপন্থি এবং যুব মহিলা লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে।
মহিলা যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় জেলা মহিলা যুবলীগের দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং কেন্দ্রীয় মহিলা যুব লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশ করে পত্র পাঠানো হয়েছে।