নিজস্ব সংবাদদাতা : জামালপুর পৌরসভার উদ্যোগে ১৯ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে জামালপুর জিলা স্কুল মাঠে এই মেলা উদ্বোধন করা হয়।
জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি। বৈশাখী মেলার উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্ল¬াহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম. জাফর ইকবাল জাফু, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী মেলা উদযাপন কমিটি (মঞ্চ ব্যবস্থাপনা)‘র সদস্য সচিব বিএম রাজন।
মেলায় পোশাক, প্রশাধনী, খেলনা, খাবারের স্টলসহ মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। মেলায় শিশুদের জন্য নাগরদোলা, ট্রয় ট্রেনসহ বিভিন্ন রাইড রয়েছে।
প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈশাখী মেলার আয়োজন করায় পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামালপুর পৌরসভার সচেতন মানুষ।