Tuesday, April 20, 2021
Home জামালপুর জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা

জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা:

জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রেকে সংবর্ধনা দিয়েছে খেলোয়াড়-সংগঠক ও ক্রীড়ামোদী সমন্বয় পরিষদ। শুক্রবার ১২মার্চ বিকেলে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে সংবর্ধনা দিয়েছে খেলোয়াড়-সংগঠক ও ক্রিড়ামোদী সমন্বয় পরিষদ। খেলোয়াড়-সংগঠক ও ক্রিড়ামোদী সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। খেলোয়াড়-সংগঠক ও ক্রিড়ামোদী সমন্বয় পরিষদের আয়োজনে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মির্জা জিল্লুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি।

সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো.মাকসুদুল আমিন রানার সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড.মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো.মোজাফফর হোসেন (সিআইপি), জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ প্রমুখ।

এ সময় আরো বক্তব্য দেন সাবেক ফুটবলার ও জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, সাবেক খেলোয়ার ও কাচারীপাড়া স্পটিং ক্লাবের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার উজ্জ্বল সাবেক ক্রিকেটার ও জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাবেক ফুটবলার ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ, সাবেক ক্রিকেটার ও সংগঠক মিজানুর রহমান মিজুসহ জামালপুর জেলার খেলোয়াড়-সংগঠক ও ক্রিড়ামোদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

রমজানের শুরু থেকে বাস্তবায়ন হওয়া লকডাউন আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। আগের যে ১৩ দফা শর্ত...

২৪ বছরেও বাড়ি ফিরতে পারেনি গাদুর পরিবার

মোহাম্মদ আলী: জামালপুর শহরের ফৌজদারী মোড়ের শহর রক্ষা বাঁধ। বাঁধের ঠিক নিচেই ব্রহ্মপুত্র নদের পাড়ের ঢালে ছোট্ট ছাপড়া করে...

লকডাউন: জামালপুরে মোবাইল কোর্টে ১০৫ জনকে ৭৬ হাজার ৫৫০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন ১৮ এপ্রিল সরকারি নির্দেশনা অমান্য করায় জামালপুরে ১০৫ জনের বিরুদ্ধে মামলায় মোট ৭৬...

সাত দিনের রিমান্ডে মামুনুল

আ.জা. ডেক্স: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে...

Recent Comments