স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, আজ রাত ৯টার দিকে শহরের মুসলিমাবাদ এলাকা থেকে ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী চাল ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম জুলহাসের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।