Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুর পৌর এলাকায় জমি বিরুদ্ধে প্রতিবেশির অত্যাচারের অতিষ্ট হাসি বেগম

জামালপুর পৌর এলাকায় জমি বিরুদ্ধে প্রতিবেশির অত্যাচারের অতিষ্ট হাসি বেগম

নিজস্ব সংবাদদাতা : জমির বিরোধে প্রতিবেশির অত্যাচারে অতিষ্ঠ হাসি বেগম আইন করে জমির ডিগ্রি বুঝে পেয়ে উল্টো প্রাননাশের হুমকিতে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের স্থানীয় রামনগর গ্রামের মোঃ হরমুজ আলীর কন্যা হাসি বেগমের অভিযোগে জানা যায়, স্থানীয় বন্ধতীর্থ মৌজায় একাধিক দাগে নিজ পিতার নিকট হতে ৪৭ ও মাতার নিকট হতে ১০ শতাংশ জমি যাহা সাবকবলা মূলে প্রাপ্ত হয়। এতে হিংসাবশত হয়ে জমি প্রাপ্ত হওয়ার পর থেকে একই গ্রামের মৃত উমেদ আলীর পুত্র জহুরুল আলী ও ওহেজ আলী এবং মৃত জিয়াউল হকের পুত্র মমিন গং এমন কোন শত্রুতা নেই যা তাদের দ্বারা সংঘটিত হয়নি। আইনের প্রতি আস্থাশীল হাসি বেগম লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মোকদ্দমা করে ডিগ্রি পেয়েও প্রতিপক্ষের প্রতিনিয়ত হুমকি ধমকির শিকার হয়ে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।হাসি বেগমের জামালপুর থানায় অভিযোগ করা ডায়েরি সুত্রে জানা যায়,আদালত কর্তৃক ডিগ্রি প্রাপ্ত জমি প্রতিপক্বুষের হুমকি স্বরুপ ঘটনার দিন ২ নভেম্বর/২০১৮ ইং তারিখে হাসি বেগমের নারিকেলসহ অন্যান্য ফসলাদি ছিনিয়ে নেওয়ার সময় বাধা প্রদান করিলে প্রাননাশের প্রকাশ্য হুমকি দেয়। প্রতিপক্ষরা হাসির ক্ষেতের ফলমুল সময়ে অসময়ে চুরি ও বিনষ্ট করছে। আদালত প্রদেয় ডিগ্রি নং মোঃ নং ০১/২০১৫ অন্য ডিং। বন্দতীর্থ মধ্যে আর ও আর ৯০ খতিয়ানের আর ও আর ১৭৯ নং দাগে ৫৫ শতাংশ,১৮০ নং দাগে ৩৩ শতাংশ আর ও আর ১৮১ নং দাগে ৩৫ শতাংশ জমি। এদিকে ২১ মার্চ/২০১৬ ইং তারিখে আদালত যোগে বাদীর পিতাকে জমির পরিমান বুঝিয়ে দেওয়ার পর হইতেই গরু বাছুর বা বিভিন্ন ভাবে তসরুপ করিয়া প্রতিপক্ষরা ৩০/৩৫ জন ৪/০৯/২০১৮ ইং তারিখে গায়ের জোড়ে জমিতে বেড়া দিতে আসে।অজ্ঞাতনামা ব্যক্তি। আদালতের বিচারপর প্রতি যাদের আস্থাবোধ নেই এসব মুর্খ ও লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আনের ডিগ্রিকে তুচ্ছ তাছিল্ল্য করে উল্লেখিত জমির বৈধ মালিক হাসি বেগম উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা কামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments