Wednesday, March 29, 2023
Homeজামালপুরজামালপুর পৌর মেয়রকে সংবর্ধনা দিলো মানবাধিকার কমিশন

জামালপুর পৌর মেয়রকে সংবর্ধনা দিলো মানবাধিকার কমিশন

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর পৌর শাখার উদ্যোগে জামালপুর পৌরসভার ‘মানবিক মেয়র’ আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু’কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে।

গত শনিবার ২৭ নভেম্বর দুপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মানবাধিকার কমিশন জামালপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব ছাইয়েদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবুল ইসলাম দিলিপ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

পবিত্র কোরআর থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ মানবাধিকার কমিশন, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব ইশমত পাশা’র উদ্বোধনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মানবাধিকার কমিশন, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. নজরুল ইসলাম। এছাড়াও জামালপুর জেলা শাখার নির্বাহী সভাপতি অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন, জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম সরকার, মোঃ আলতাফ হোসেন লেবু, মোঃ আনোয়ারুল ইসলাম পাহলোয়ান, পৌর শাখার নির্বাহী সভাপতি মোঃ আব্দুর রউফ আকন্দ, সাংগঠনিক সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ জামালপুর জেলার মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু তার কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, জামালপুর পৌর শাখার সাফল্য কামনা করেন এবং উপস্থিত মানবাধিকার নেতা-কর্মী ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments