নিজস্ব সংবাদদাতা : দেশের মুমুর্ষ সময়ে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষে জামালপুর পৌরসভাধীন লাঙ্গলজোড়া মহল্লায় প্রতিষ্ঠিত প্রতিশ্র“তি ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী গ্রহণ করেন ক্লাবের সদস্যবৃন্দ। ক্লাবের সম্মানিত সদস্য ও দি ডেইলি কান্ট্রি টুডে পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক আলোর বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের জামালপুর পত্রিকার শহর প্রতিনিধি সাংবাদিক সাদিক মাহমুদ অর্প’র নেতৃত্বে তারা বানভাসি মানুষের জন্য ৫ শত ৫০ টি প্যাকেট করেন,যার মধ্যে ছিল মুড়ি,চিড়া,পানির বোতল,গুড়,স্যালাইন,পানি বিশুদ্ধ করণ সহ অন্যান্য বড়ি,বিস্কুট ও নগদ অর্থ। তারা এসব ত্রাণ সামগ্রী বানভাসি মানুষদের মাঝে পৌছিয়ে দেওয়ার জন্য জামালপুর থেকে গত ২৭ শে আগষ্ট রাত ৮ টায় ট্রাক যোগে কুমিল্লায় গিয়ে ২৮ শে আগষ্ট তারা নিজ হাতে বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন। এব্যাপারে সাদিক মাহমুদ অর্প জানান, প্রতিশ্র“তি ক্লাব একটি অরাজনৈতিক সমাজসেবকমূলক সংগঠন এই মুহুর্তে সংগঠনের পক্ষ হতে আমরা বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে পেরে ও সমান্য একটু সহযোগিতা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের এই মহৎ কাজকে স্বাগত জানিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আমাদেরকে জামালপুরের পুরিশ সুপার কামরুজ্জামান পিপিএম সাহেব লাইফ জ্যাকেট সহ সার্বিক ভাবে সহযোগিতা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Related Posts
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের সাইফুল ইসলাম ও রশিজল হক যাচ্ছেন জাপান স্কাউট জাম্বুরীতে
- AJ Desk
- March 20, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক স্কাউট মোঃ […]
জামালপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ উদ্বোধন
- AJ Desk
- June 12, 2024
নিজস্ব প্রতিনিধি : ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অংশ নিন’ এই শ্লোগানকে সামনে […]