Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘরে যুদ্ধকালীন হারুন হাবীবের আলোকচিত্র

জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘরে যুদ্ধকালীন হারুন হাবীবের আলোকচিত্র

জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারিসজ্জা ও প্রদর্শনী কাজে মুক্তিযুদ্ধের অমূল্য স্মারক প্রদানে এগিয়ে এসেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬৯ সালের উত্তাল গণআন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র হারুন হাবীব মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে একই সাথে রাইফেল, কলম ও ক্যামেরা হাতে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে স্বক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধকালীন সরকারের ‘সাপ্তাহিক জয়বাংলা’ পত্রিকা ও ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ এর যুদ্ধ সংবাদদাতা হারুন হাবীব সম্প্রতি মুক্তিযুদ্ধকালে তাঁর ধারণকৃত বহুসংখ্যক ঐতিহাসিক আলোকচিত্র (স্ক্যানকপি) মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেন। এই আলোকচিত্রগুলি জামালপুর ও শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন অমূল্য দলিল। এ ছাড়াও মুক্তিযুদ্ধে ব্যবহৃত তাঁর নিজস্ব কম্বল মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেন।

জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধের আরও বহু সংখ্যক দলিল ও স্মারক প্রয়োজন। এ লক্ষ্যে জামালপুরবাসী, বিশেষত ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলপত্র, স্মারক ও শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন, বীর মুক্তিযোদ্ধাদের ১৯৭১ এর চিঠিপত্র এবং আলোকচিত্র প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

জামালপুর জেলা শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ’ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘর। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘর জামালপুর, শেরপুর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের আঞ্চলিক যুদ্ধ কর্মকাণ্ডের ঐতিহাসিক ঘটনাধারা তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। জাদুঘরটির প্রদর্শনী ও গ্যালারিসজ্জায় নিয়োজিত আছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments