Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুর র‌্যাব কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারী গ্রেফতার

জামালপুর র‌্যাব কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গত ২৬ জানুয়ারি র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ভাতশালা গ্রামস্থ জনৈক মোসাঃ সাবিনা ইয়াসমিন এর টিনের তৈরী উত্তর দুয়ারী বসতঘরের শয়ন কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন (৩২), পিতা- মৃত আব্দুল মালেক, সাং-গনই মমিনা কান্দা, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এবং উক্ত আসামীর নিকট হইতে ০১ টি বিদেশী ওয়ান শুটারগান, ১ টি কিলিং চেইন ও ১ রাউন্ড কার্তুজ, ১ টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ-৪০০ টাকা উদ্ধার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা নং-১৪/৪৬৭, তারিখ ০৫ জুলাই ২০২০ ইং (মাদক মামলা) এবং শেরপুর সদর থানার মামলা নং-৭৫/৯২১ তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ ইং (নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা) রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলায় আগ্নেয়াস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। মাদক ও আগ্নেয়াস্ত্রের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments