Friday, June 21, 2024
Homeজামালপুরজামালপুর শহরের তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর শহরের তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : ‘হার জিত বড় কথা নয়, খেলায় অংশ গ্রহন করাটাই বড় কথা’’ এই শ্লোগান কে সামনে জামালপুর শহরের তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: গোলাম ফরিদ আজাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর সদর আসনের এমপি আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তৈয়বুর রহমান তারা । ক্রীড়া প্রতিযোগিতার সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সিদ্দিকুর রহমান ও সহকারী শিক্ষক মোছা: মাছুমা খাতুন। এসময় প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাদক ছেড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনের পাশাপাশি আধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর লেখা পড়ায় মনোনিবেশ করার আহবান জানান।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি’রা।

Most Popular

Recent Comments