জামালপুর সদরের কুটামনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জয়েল রানা : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার দুপুরে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুল জব্বার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনিছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশীদ আলম, কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রানী দে, সাবেক সভাপতি খোরশেদ আলম, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কালু মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ননী, বিদ্যালয়ের প্রতিষ্ঠা কতৃপক্ষ মাসুদ রানা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবা আক্তার , সহকারী শিক্ষক কামাল উদ্দিন, মামুনুর রশিদ, সোহেল রানা, প্রাক্তন ছাত্র জুয়েল রানা প্রমুখ। এ সময় বক্তারা আসন্ন এস.এস.সি পরীক্ষার্থীদের সাফল্য কামনার পাশাপাশি স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহ যাত্রী হয়ে আলোকিত বাংলাদেশ গড়ার আহবান জানান । পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। চলতি বছরে অনুষ্ঠিত এস .এস সি পরীক্ষায় কুটামনি উচ্চ বিদ্যালয় থেকে একশত পয়তাল্লিশ জন পরীক্ষার্থী অংশ নিবে।