এম.আলমগীর : বাংলাদেশ কৃষকলীগ, জামালপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর সদর উপজেলা কৃষকলীগের আয়োজনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষকলীগ, জামালপুর সদর উপজেলা শাখার আহবায়ক এস মোরসালিন জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। প্রধান অতিথি কৃষকলীগ নেতা মোখলেছুর রহমান জিন্নাহ বলেন, সংগনের দ্বারা বজায় রেখে সংগঠনকে পরিচালিত করতে হয়। বিএনপির মতো হযবরল কমিটি করে সংগঠনকে শক্তিশালী করা যায় না। সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা হলেই একটি শক্তিশালী সংগঠন করা সম্ভব। তিনি আরো বলেন, সদর উপজেলার যে সকল ইউনিয়ন গুলোতে এখনো কমিটি গঠন করা হয়নি। সেই সকল ইউনিয়ন গুলো ফেব্র“য়ারি মাসে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে সোনার বাংলা সহ স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. হুরমুজ আলী হিরো, সহ-সভাপতি ফজলুল রহমান বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান মনি, ভূমি বিষয়ক সম্পাদক শেখ মোঃ সৈয়দুর রহমান সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল বারী প্রমুখ। সাধারণ সভায় জেলা কৃষকলীগ ও সদর উপজেলা কৃষকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।