Tuesday, December 1, 2020
Home জামালপুর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস পালিত

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস পালিত

নিজস্ব সংবাদদাতা:

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ই আগস্ট জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় অধ্যক্ষের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক সংসদের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এসময় উপাধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক মো: আব্দুল হাই আলহাদী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারিফ হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত ও স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি মোতাবেক পূর্বে নিবন্ধিত শিক্ষার্থীরা জুম অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হাছানের সঞ্চালনায় ও শিক্ষক সংসদের সম্পাদক মো: আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু হত্যা: জাতির জন্য কলঙ্কময় অধ্যায়’ শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ, মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি। এ ছাড়া আলোচনায় অংশ নেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শামছু দ্দোহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো: জাহাঙ্গির কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: হারুন অর রশীদ। কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। দীর্ঘ আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও ত্যাগের কথা, নানক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ও স্বীকৃতির কথা উঠে আসে। বাদ জোহর কলেজ মসজিদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও মিলাদ কমিটির আহ্বায় এবিএম জুলফিকার আলীর তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জানান শোকদিবস উপলক্ষে এসব আয়োজন ছাড়াও রেডক্রিসেন্ট কলেজ শাখা রক্তদান কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে অনূর্ধ্ব ১০০০ শব্দের মধ্যে লিখিত রচনা এ মাসের ত্রিশ তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে। কলেজের শ্রেণিকার্যক্রম চালু হলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

শাহবাজপুরে নারী নির্যাতন পক্ষ দিবস উপলক্ষে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা: জামালপুরের শাহবাজপুর ইউনিয়নে নারী নির্যাতন পক্ষ দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সকাল ১০টার...

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা: জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মাস্কসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার...

শাহবাজপুরে কৃষকের মাঝে বিএডিসির জিংক ব্রি ধান বিতরণ

এম.এ.রফিক: জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বিএডিসির জিংক ব্রি ধান- ৭৪ ও...

জামালপুরে শিক্ষা অফিসারের মৃত্যুতে উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগমের অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন...

Recent Comments