জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টটিভদের সংগঠন জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৯ ফেব্র“য়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত গজনী অবকাশ ঝিনাইগাতীতে এ বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার আহবায়ক মো. জিয়াউল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কোহিনুর ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার উপদেষ্টা নাসির উদ্দিন, আনোয়ার হোসেন মিলন, সামিউল হক, মামুনুর রশীদ সরকার স্বপন, জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মো. এখলাস উদ্দিন, শামীম আহম্মেদ, জুলহাজ, সোহাগ টওমুখ। এসময় বক্তারা বলেন, এই সমাজের অসহায়, দরিদ্র ও পথশিশুদের কেউ কোন খুঁজ খবর রাখে না। আপনারা বিভিন্ন কোম্পানিতে ছোট চাকরি করে এতবড় একটা মহত্ত্বের কাজ করে যাচ্ছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে যাতে সুপার টেন বহুমুখী মানবিক সংস্থাটি আরও সাফল্যের সাথে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে খেলাধুলা, নাচগানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশ করা হয়। বার্ষিক বনভোজনে জামালপুর সুপার টেন বহুমুখী মানবিক সংস্থার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।