উইনিং কম্বিনেশন ভাঙার চল বাংলাদেশ ক্রিকেটে খুব একটা নেই। প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশ দল একই একাদশ নিয়ে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা খেলবে, এমন ধারণাটা তাই অমূলক কিছু ছিল না মোটেও। তবে আজ সেই উইনিং কম্বিনেশন ভেঙেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন গেল বছর জুলাইয়ে সবশেষ ওয়ানডে খেলা মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।