খাদেমুল ইসলাম : দেশের অন্যতম সেরা জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে যে কোনো সময়। এদিকে লক্ষ করে মিল থেকে শুরু করে উপজেলার সর্বত্র আলাপ আলোচনা সমালোচনা। সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা জমে উঠতে শুরু করেছে নানাভাবে। পোষ্টারিং, লিফলেটিং ভোটারদের দারে দারে যাওয়া শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এমনি এক সময়ে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করেছেন একেএম রায়হানু আজিম ইমরান। তাকে নিয়েও ব্যাপক আলোচনা চলছে। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসু গ্রামের ডাঃ জাওয়াদুল আজিম নিখিলের ছোট ভাই। পেশায় তিনি চাকুরীজীবি। জিল বাংলা চিনিকলের উৎপাদন বিভাগের মৌসুমী জুস রেকর্ডার (রসায়ন)। একেএম রায়হানু আজিম ইমরান সরকারি একেএম কলেজ ছাত্র সংসদের (ছাত্র দলের) সাবেক নাট্য ও প্রমোদ সম্পাদক, সাবেক যুব দলের প্রচার সম্পাদক, সাবেক জাসাস জয়েন্ট সেক্রেটারী এবং বর্তমান দেওয়ানগঞ্জ পৌর বিএনপির অন্যতম সদস্য। এ সাংবাদিকের সাথে আলাপকালে ইমরান জানান, আসছে ২০২৪-২০২৫ জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনে আমি একজন সভাপতি প্রার্থী। প্রচারনাও চালিয়ে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আমি সভাপতি পদে নির্বাচিত হলে, মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে ঐক্য স্থাপন, মিলকে লোকসানের হাত থেকে রক্ষা করে লাভজনক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করা এবং মিল জোনে ব্যাপক আখঁ চাষ বৃদ্ধি করা আমার অন্যতম লক্ষ। তিনি সকলের আর্শিবাদ কামনা করেছেন। জামালপুর-১ দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনের সাবেক সফল সংসদ সদস্য উন্নয়নের রুপকার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের ¯েœহাস্পদ ও আশির্বাদ পুষ্ট বলে তিনি আলাপকালে উল্লেখ করেন। তিনি সবার দোয়া কামনা করেন।
Related Posts
মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১
- AJ Desk
- June 25, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ লালু সরকারকে (২৬) আটক করেছে র্যাব। আটককৃত […]
দেওয়ানগঞ্জে আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক কর্মচারীদের সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল
- AJ Desk
- September 1, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক […]
সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন
- AJ Desk
- February 11, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরে সরিষাবাড়ীতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন […]