Friday, September 29, 2023
Homeজামালপুরজেলা প্রশাসকের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল প্রেসক্লাবের কর্মকর্তাদের নেতৃত্ব দেন। অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিনকালের সাংবাদিক মুকুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ এনটিভির আসমাউল আসিফ, কার্যনির্বাহী সদস্য যায়যায়দিনের অ্যাডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সাথে প্রেসক্লাবের কর্মকর্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে জেলা প্রশাসকের হাতে জামালপুর জেলা প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের তালিকা হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments