Tuesday, March 21, 2023
Homeজাতীয়জেসিআই ঢাকা ওয়েস্টের সহ-সভাপতি হলেন মোহসান

জেসিআই ঢাকা ওয়েস্টের সহ-সভাপতি হলেন মোহসান

২০২৩ সালের জন্য জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ওয়েস্টের লোকাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম মোহসান। 

রাজধানীর বনানীর এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য সংগঠনটির এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সেখানে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন।

অনুষ্ঠানে জহিরুল ইসলাম মোহসান বলেন, ‘তরুণদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ২০২৩ সালে জেসিআই ঢাকা ওয়েস্ট কাজ করবে। একই সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনেও আগামী বছর আমাদের অন্যতম উদ্দেশ্য থাকবে।’

জহিরুল ইসলাম মোহসান দীর্ঘ এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দেশের শীর্ষ স্থানীয় একটি টেলিভিশনে কর্মরত। একই সঙ্গে তিনি সেচ্ছাসেবী সংগঠন বি. পজিটিভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।

জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ মাহমুদুর রহমান। আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি মুহাম্মাদ আলতামিশ নাবিল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া সানী, ভাইস প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন, সেক্রেটারি জেনারেল সুজাউর রহমান ইমন, ট্রেজারার মো. তানভীর হাসান, ট্রেনিং কমিশনার মো. সামিউর রহমান, ডিরেক্টর সামিরা সাইফ জোয়ার্দ্দার, মাকমুন সাফা, দাউদ মাহমুদ অভিন ও ইব্রাহীম খলিল ফয়সাল। কমিটি চেয়ার রিয়েল আহম্মেদ অপু, মো. সামিন রহমান ও নুসরাত জাহান জিতু।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। 

জেসিআই’র সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই’র ২৫টি লোকাল অর্গানাইজেশন কাজ করছে, যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট বৃহৎ এবং প্রাচীনতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments