Thursday, March 23, 2023
Homeআন্তর্জাতিকজ্ঞানবাপী মসজিদ, তাজমহলের পর এবার কুতুব মিনার নিয়ে বিতর্ক

জ্ঞানবাপী মসজিদ, তাজমহলের পর এবার কুতুব মিনার নিয়ে বিতর্ক

জ্ঞানবাপী মসজিদ, তাজমহলের পর এবার কুতুব মিনার নিয়ে বিতর্ক শুরু করা হয়েছে ভারতে। এই স্থাপত্য নিয়ে এবার নতুন এক দাবি করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রাক্তন আঞ্চলিক ডিরেক্টর ধরমবীর শর্মা।

তিনি বলেন, এবার ইতিহাসকে ঠিক করার সময় এসে গেছে। কুতুব মিনারকে আসলে ধ্রুবস্তম্ভ বলা হতো। স্থাপত্যবিদ বরাহমিহির এটি তৈরি করেছেন।

ধরমবীর শর্মার দাবি, ২১ জুন বেলা ১২টায় দক্ষিণায়ণ থেকে সূর্যের উত্তরায়ণ হয়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণের জন্য কুতুব মিনার তৈরি করা হয়েছে। সেটি ২৫ ইঞ্চি হেলানো। সূর্যের আলো পড়ে যাতে মিনারে কোনো ছায়া না তৈরি হয়, সেভাবেই মিনারটি তৈরি করা হয়েছে।

ধরমবীর শর্মার আরও দাবি করেন, ওপর থেকে দেখলে কুতুব মিনারকে সূর্যমুখী ফুলের মতো দেখা যায়।

আগেও হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে ২৭টি হিন্দু মন্দির ভেঙে কুতুব মিনার তৈরি করা হয়েছে। কুতুবউদ্দিন আইবক এটি তৈরি করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments