Thursday, March 30, 2023
Homeজামালপুরঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সাধারণ ও বিএমটি শাখার শিক্ষার্থীদের নিয়ে ১ ফেব্রুয়ারী ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়। সেইসাথে কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নবীন বরণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবিএম ফরহাদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্যগণ, প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় নেতৃবৃন্দ। ওরিয়েন্টেশন ক্লাস শুরুর আগে কলেজের অধ্যক্ষ এ.বি.এম ফরহাদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফ হোসেন তরফদার, একেএম আজাদ, মোঃ সরওয়ার হোসেন, আলহাজ¦ এটিএম খায়রুল বাশার, রবিউল আহম্মেদ রাজা, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের খোকাসহ শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments