Sunday, June 11, 2023
Homeজামালপুরঝিনাইগাতীতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ঝিনাইগাতীতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে আজ বিকালে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে । প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২২/২৩ অর্থ বছরের বরাদ্ধকৃত শিক্ষাবৃত্তি ১৮ লাখ ৬৮ হাজার টাকা ৪০টি বাইসাইকেল ৩ লাখ টাকা মোট ২১লাখ ৬৮ হাজার শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ট্রাইবেল ওয়েলফেয়ারের চেয়ারম্যান নবেশ খুকশী, সাধারণ সম্পাদক কুসুম ¤্রং সহ আদিবাসী নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলার হল রুমে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ঝিনাইগাতী মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন ক্যাটাগরিতে কিশোর/কিশোরী ক্লাব প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতি ফারুক আল মাসুদ উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, রবেতা ¤্রং উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments